Monday, July 22, 2013

খবর > বিশ্ব > এক শিশুর অপেক্ষায় গোটা যুক্তরাজ্য এক শিশুর অপেক্ষায় গোটা যুক্তরাজ্য নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published:2013-07-22 13:21:49.0 BDT Updated:2013-07-23 00:33:23.0 BDT যুক্তরাজ্যের রাজপরিবারে নতুন অতিথি আনার বার্তা দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুবরাজ উইলিয়ামের স্ত্রী কেইট মিডলটন।


খবর > বিশ্ব > এক শিশুর অপেক্ষায় গোটা যুক্তরাজ্য

এক শিশুর অপেক্ষায় গোটা যুক্তরাজ্য

যুক্তরাজ্যের রাজপরিবারে নতুন অতিথি আনার বার্তা দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুবরাজ উইলিয়ামের স্ত্রী কেইট মিডলটন।


 948
 6
 0      Print Friendly and PDF
সোমবার প্রসব বেদনা নিয়ে কেইট লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গে দেশটির মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। কারণ কেইটের এই সন্তানই এক সময়ে সিংহাসনে বসবেন।
স্ত্রী কেইটকে নিয়ে স্থানীয় সময় সকাল ৬টার দিকে রাজকীয় গাড়িতে চড়ে পশ্চিম লন্ডনের ওই হাসপাতালে যান সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী উইলিয়াম।
তা নিয়ে জল্পনা-কল্পনা শুরুর দেড় ঘণ্টার মাথায় রাজপ্রাসাদের টুইটার পেইজে ঘোষণা আসে- সন্তান জন্ম দিতে যাচ্ছেন যুবরাজের স্ত্রী, যে হবে সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী।
রাজপ্রাসাদের আনুষ্ঠানিক ঘোষণায় পরে জানানো হয়, “ডাচেস একটি গাড়িতে করে ডিউক অব কেমব্রিজকে নিয়ে কিংস্টন প্যালেস থেকে সেইন্ট মেরি হাসপাতালের লিন্ডো উইংয়ে গিয়েছেন।”
এই খবর পাওয়ার পরপরই ওই হাসপাতালের সামনে ভিড় জমান সাংবাদিকরা, ভিড় জমে উৎসুক জনতারও।
গার্ডিয়ান, বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি মিরর, দ্য সান, ডেইলি মেইলের সঙ্গে আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমই সরাসরি সম্প্রচার করতে থাকে সর্বশেষ খবর।

লন্ডনের এই হাসপাতালে ব্রিটিশ রাজপরিবার চিকিৎসা নিয়ে থাকে। সিংহাসনের প্রথম উত্তরাধিকারী চার্লসের বড় ছেলে ও কেইটের স্বামী উইলিয়াম ১৯৮২ সালে এখানেই জন্মেছিলেন। চার্লস-ডায়নার দ্বিতীয় সন্তান হ্যরির জন্মও এখানেই।রাজপরিবারে নতুন অতিথি আসার খবরে উৎফুল্ল প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও। অনুভূতি জানিয়ে তিনি বলেন, “খুবই উত্তেজনাকর একটি মুহূর্ত। পুরো জাতি একটা ভালো খবর শোনার অপেক্ষায় আছে।”
প্রথম সন্তানের আগমনকে সামনে রেখে এক সপ্তাহ আগেই নিজ কর্মস্থল রয়াল এয়ার ফোর্স (আরএএফ) থেকে সাত দিনের ছুটি নিয়ে কেইটের সঙ্গে রয়েছেন উইলিয়াম।
চিকিৎসকদের পূর্বাভাস অনুযায়ী তখনি কেইটের সন্তান জন্ম দেয়ার কথা ছিল বলে ট্যাবলয়েড দৈনিক সান জানিয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে যুবরাজকে এখন ছুটি বাড়াতে হচ্ছে।
৩১ বছরের উইলিয়াম একই বয়সের কেইটকে বিয়ে করেন ২০১১ সালের এপ্রিলে।
নবজাতকের নাম কী হচ্ছে- তা নিয়েও ভাবনার শেষ নেই যুক্তরাজ্যবাসীর। সংবাদ মাধ্যমে বিভিন্ন নাম প্রস্তাবও করছেন তারা। তবে নবাগতের সম্ভাব্য নাম আলেকজান্দ্রিয়া বলেই শোনা যাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে।
বিবিসি জানিয়েছে, অনাগত সন্তান ছেলে, না মেয়ে- তা এখনো জানেন না হবু বাবা-মা। মানে তারা জানতে চাননি।
হাসপাতাল ও রাজপ্রাসাদের বাইরে জনতার ঢল নামলেও প্রথা অনুযায়ী নবজাতকের জন্মের খবরটি সবার আগে পাবেন সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ; যিনি উইলিয়ামের দাদি।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর রাজপরিবারের একজন উপদেষ্টা চিকিৎসকের স্বাক্ষরসহ একটি লিখিত কাগজ নিয়ে হাসপাতালের বাইরে আসবেন। তা দেখেই ঘটনার অগ্রগতি আঁচ করতে হবে উৎসুক জনতার। বাকিংহ্যাম প্যালেসের বাইরে রানি বিশেষ একটি কাঠের ফ্রেমে একটি ঘোষণাপত্র দিলেই সবাই জানবে কে এসেছে- যুবরাজ, না কি যুবরাজ্ঞী।
এরপর নবাগতকে যুক্তরাজ্যের টাওয়ার অব লন্ডনে ৬২টি গান স্যালুট এবং গ্রিন পার্কে ৪১টি গান স্যালুট দিয়ে বরণ করা হবে বলে দ্য সান জানিয়েছে।
অবকাশে স্কটল্যান্ডে থাকা রানি এলিজাবেথ নাতবৌ কেইটের হাসপাতালে ভর্তির খবর পেয়ে সোমবারই বাকিংহাম প্যালেসে ফিরেছেন। 

অনাগত শিশুটিকে নিয়ে রানির ঘোষণার আগে পেশাদার বাজিকররাও নিজেদের কাছে ব্যস্ত হয়ে পড়েছে। অধিকাংশই মনে করছে, রাজপ্রাসাদ আলো করে আসছে রাজকন্যা, আর এর পক্ষেই বাজির দর বেশি।কেইট পুত্র সন্তানের আশা করলেও উইলিয়ামের পছন্দ কন্যা সন্তান।
“আমি চাই ছেলে আর উইলিয়ামের পছন্দ মেয়ে। এটা সব সময় সব ক্ষেত্রেই হয়ে থাকে,” কেইট আগে একথা বলেছিলেন।
পরিবর্তিত নীতির ফলে, সিংহাসনের উত্তরাধিকার হিসেবে ছেলে বা মেয়ে কোনো বাধা হবে না। অনাগত শিশুটি মেয়ে হলেও সে-ই পাবে সিংহাসন। উইলিয়াম-কেইট পরিবারে তারপরে কোনো ছেলে এলেও সিংহাসনের উত্তরাধিকার হবে না।

No comments:

Post a Comment