Friday, July 19, 2013

জিপির নতুন ফাদ ( সবাই টিউন টি পড়ে সাবধান হইয়া লন ।টিউন টি না পড়ে ফাদে পড়লে আমার দোষ নাই )

Ads by Techtunes - tAds
বেশতো - যুক্ত করে বাংলাদেশের প্রতিটি হৃদয়
টিউন টি করা  হয়েছে জিপির নতুন ফাদ থেকে আপনাদেরকে সাবধান করার জন্য ।
আমার মনে হয় জিপি মানুষরে ঠকানোর জন্য এবং নিজেদের লাভ করানোর জন্য তাদের সব মানুষ
দের লাগাইয়া দিসে ।
তাদের  নতুন ফাদ থেকে আপনাদেরকে সাবধান করার জন্য আমি আমার প্রথম টিউনটি করলাম ।
টিউনটি না করে আর থাকা গেলো না ।
আগেই বলে রাখি এটা পড়ে কেও স্ট্রোক করলে আমি দায়ী না। এটা পড়ার পর যেকোন মানুষ্‌ই
জিপিকে গালাগাল করার জন্য ব্যাকুল হয়ে যেতে পারেন।
হারামীরফোনের নতুন Pay as you Go (P0) এ একজন গ্রাহক 0.01tk/KB
হিসেবে 30 দিনে ভ্যাট সহ 345 টাকা 30 দিনে চার্জ করা হবে।
অর্থাত হিসেব অনুযায়ী এই টাকায় আপনি শুধু 29.99MB ব্যবহার করতে পারবেন।
অথচ বিভিন্ন মিডিয়াতে হারামীরফোনের দাবি করছে "" বর্তমানে প্রচলিত পেগো প্যাকের (পি১)
ট্যারিফ মূল্যের চেয়ে ৫০ ভাগ কম মূল্যে পাওয়া যাবে।"
অন্যদিকে P1 ও আপনি 0.02tk/KB হিসেবে দিনে ভ্যাটসহ 230 টাকা 30
দিনে চার্জ করা হবে।
সে হিসেবে এই টাকায় আপনি শুধু 10MB ব্যবহার করতে পারবেন।
দেখেন হারামীরফোন আগে মুখ দিয়া মানুষের
রক্ত চুষতো বাট এখন দেখছি রক্ত চোষার জন্য তারা জেনারেটর লাগাইয়া দিসে !!!!!
যাইহোক , হারামীরফোন আমাদের রক্ত চুষবে আর আমরা বসে থাকবো  ? না , এরই মধ্যে অনেকে ফ্রি নেট ইউস করে জিপি কে বাস দিতাছে ।
টিটি তে ফ্রি নেট নিয়ে অনেক টিউন হইছে তাই আর এ নিয়ে বললাম না ।
যরা  এখনও বাস দিতে পারেন নাই তারা বইলেন , ফ্রি নেট নিয়ে একটা টিউন করে দিমু ।
এতো সুন্দর একটা টিউন করলাম, আশা করি সবাই জিপির নতুন কি নাম দেওয়া যায় এবং
টিউনটি কেমন হইছে  তা কমেন্টে জানাবেন ।
The Largest Eshop in Bangladesh - BD Online Store or Shop

29 টি টিউমেন্ট on “জিপির নতুন ফাদ ( সবাই টিউন টি পড়ে সাবধান হইয়া লন ।টিউন টি না পড়ে ফাদে পড়লে আমার দোষ নাই )

  1. “bejomar phone” ভাই যদি ফ্রী নেট এর টিউন করেন তাহলে যেন নতুন রা ব্যাবহার করতে পারে সে ভাবে করবেন। ভাল থাকবেন।
  2. আগে জিপি সিম দিয়া দিনে ফাও ফাও ৬০০মেগা নামাইতাম! এখন ১ গিগা নামামু! হালারপুতেগর গুষ্টিরে খাইয়ালবাম!
  3. বাঁশ তো দিচ্ছি আনলিমিটিড……….. প্রতিদিন আপ-টু ১ জিবি করে দেওয়া হচ্ছে…. :p
  4. মা-বাবা এবং ১৪ গুষ্টির দোয়ায় প্রতিদিন ৮০০-৯০০MB করে বাশ দিচ্ছি
  5. এদেরকে বাঁশ দিলেও ঠিক হবে না। তাই অন্য কিছু দেওয়ার চিন্তা করেন।
  6. বাঁশ দেওয়ার সময় যদি বারবার বাঁশ ভেঙে যায় তাহলে আমাকে মন করিয়েন । শক্ত শক্ত বাঁশ এনে দিমু ।
  7. Bar bar Bas diya ki lav. Aram to pai na. Jodi akbar dita partam………
    32 dat fele ditam.
  8. বাঁশ তো দিচ্ছি আনলিমিটিড……হারামীরফোনকে
  9. vai china mobile a free net trics dan.bas dimu@
  10. gp modem babohar kori. kivabe free babohar korbo pls janan.
  11. আমিও বাঁশ দিতে চাই, সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতি কোনটা প্লিজ লিংক দেন
  12. গ্রামীনফোনের সবচেয়ে ফালতু ইন্টারনেট প্যাকেজ হল p1.10MB এর দাম 230 টাকা প্রতি kb .02 পয়সা হিসাবে।আপনারা যারা এই প্যাকেজে ধরা খেয়েছেন তারা এই গ্রামীনফোনকে বাশ দেয়ার জন্য ফি্ ইন্টারনেট ব্যাবহারের কৌশল অবলমবন করূন এবং বাশ দিতে থাকুন।
  13. দেশ থেকে কিভাবে জিপি কে তাড়ানো যায় তার একটা উপায় বের করা দরকার।
  14. দেশের মানুষরে সরকারই বাশ দিতে চায় ! ….এখানে তাদের (gp) একচেটিয়া ব্যবসা…..সরকার কি এসব দেখতে পায় না?
  15. আমরা সবাই মিলে একটা নতুন করে আন্দোলন করতে পারি। সেটা হচ্ছে যাদের যাদের(বন্ধু-বান্ধবী, আত্মীয়-স্বজন, বাবা-মা, আঙ্কেল-আন্টি) জিপি সীম আছে সবাই মিলে একটা দিন ঠিক করে যেই দিনে সবাই একসাথে একই সময়ে জীপি সীমটা ফেলে দিতে পারি অথবা নতুন আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে আন্দোলন করতে পারি যেন মোবাইল পোর্টেবিলিটি চালু করে। যাতে করে নাম্বার পরিবর্তন না করে নেটওয়ার্ক পরিবর্তন করতে পারি। আর না হলে ওদের টfওয়ারের পাশে দিয়ে যাওয়ার সময় প্রত্যেকদিন একবার করে পস্রাব করে দিন।
  16. জিপিরে আছাটা বাশ দিতেছি প্রতিদিন ৭০০-৮০০ মেগা বাইট করে আশা করি ভবিষ্যতে আরো দিব পাশে থেকো হারামিফোন …
  17. আমিও বাঁশ দেয়া পাবলিক। তয় এত বেশি বেশি না daily ২০০-২৫০mb। ভাই দুঃখের কথা কি বলব…গতকাল থেকে pc suit থেকে connect হচ্ছেনা। দেখায় – failed to establish a network connection। আপনাদের কেউ কি এই ধরনের সমস্যায় পড়সেন? প্লিজ কারো কাছে solution থাকলে help করেন।
  18. পিসি সুইট Uninstall করে আবার নতুন করে Install করেন …
  19. ভাই বাঁশ দিতে দিতে এখন আমাদের এলাকায় আর কোনো বাঁশ অবশিষ্ট নেই…হা হা হা
You must be logged in to post a comment.

No comments:

Post a Comment