Tuesday, July 16, 2013

আপনি কি চান আপনার প্রতিটি সেসবুক স্ট্যাটাস শত শত মানুষ শেয়ার, লাইক এবং মন্তব্য করুক!

আপনি দিনের পর দিন নিজের লিখা কবিতা, কাব্য রাতের রাত জেগে লিখা স্ট্যাটাস ফেসবুকে দিয়ে যাচ্ছেন অথচ ফলাফল মাত্র দুটা লাইক, চারটা কমেন্ট (চারটা কমেন্ট এর মধ্যে তাও আবার দুটাই আপনার!) অথচ ছকিনা বা আপনার অন্যকোন ফ্রেন্ড শুধু "...কেমন আছ সবাই..." বা "...মনডা জানি কিরাম কিরাম করে..." লিখে স্ট্যাটাস দিতে না দিতেই পৃথিবীর সপ্তম আকাশ ভাইংগা চুইরা সবাই লাইক দেয়? আপনার মনডা তখন বডড বেজার (রাগ) হয়? আবার আপনি DSLR দিয়ে পানির ১০০ ফুট নিচে গিয়ে জীবনকে বাজি রেখে একটি মাত্র ছবি তুলে আনলেন শুধুই সেসবুক ফ্রেন্ডদের জন্য অথচ কেঊ যেন দেখলই না? শেয়ার তো দুরের কথা মন্তব্যও নেই, বাটি চালান দিলে দু-একটা লাইক পাইলেআও পাওয়া যেতে পারে। এবার ছকিনা দিল ওদের ঘড়ের একটা বিড়ালের ছবি তাও আবার ১০০% দেশী। তাতেই ১০০ শেয়ার, ১০০০+ মন্তব্য আর লাইকের কথা কমুইনা। কইলে সব ভাইসা যাইব গা!

আচ্ছা আপনার প্রোফাইল্টা যদি রাতারাতি এমন হয়ে যায় তবে কেমন হবে বলুনতো? অথবা যদি অন্য ভাবে এই প্রশ্নটা করি আপনি কি ফেসবুক ওয়ার্ল্ডে মহা পপুলার হতে চান? রাতারাতি হয়ে যেতে চান একজন সোশ্যাল আইকন? আপনার প্রতিটি ফেসবুক স্ট্যাটাস এবং টুইটার-এর টুইটসে যদি মুহুর্তের মধ্যে ৩০০ কমেন্ট হয়, ২০০ লাইক আর আবার ১০০ শেয়ারও হয় তবে কেমন লাগবে আপনার কাছে? আপনার বন্ধু-বান্ধব আপনার এই অবস্থা দেখে নিশ্চয়ই আপনাকে একজন আর্টিস্ট, সোশ্যাল কিংবা অনলাইন জগতে ফেমাস কোন ব্যাক্তির সাথে তুলনা করতে শুরু করবে? আপনার ফলোয়ার ৫০০ থেকে ৫০০০? কম-বেশি সবাই চাইবে আপনি তাকে জরিয়ে কিছু লিখুন অথবা আপনি তার অ্যালবামের কোন ছবিতে ট্যাগ হোন, ইত্যাদি। ইত্যাদি।
ঠিক আমরা সাধারনরা যেমন যেকোন বিষয়ে বড় বা ফেমাস দের সাথে নিজেকে জরিয়ে দিতে ভালবাসি, জানি কথাটা সবার ভাল লাগল না। অনেকেই অস্বীকার করছেন বা করবেন। তাই এবার একটা সুন্দর উদাহরন দিয়ে বুঝাতে চেস্টা করবঃ যেমন ধরেন না আপনি মুসা ইব্রাহিম-কে ফেসবুকে ফলো করছেন, তার আরও আপনার মত ১৫,০০০ ফলোয়ার আছে। একদিন কথা নেই বার্তা নেই আপনি দেখলেন আপনার একটা ছবি সে তার ওয়ালে শেয়ার করছে, ফলাফল ৩০০+ লাইক হয়ে গিয়েছে, ২০০+ কমেন্ট হয়ে গিয়েছে এবং ১০০+ শেয়ারও হয়ে গিয়েছে তাই না? সাথে অবশ্য গর্বে আপনার বুকটা ফুলে অ্যাভারেস্ট পাহাড়ের সমান হয়ে যেতে পারে।
এবার আশা যাক মুল আলোচনায়ঃ আচ্ছা এমন যদি আমার ফেসবুক প্রোফাইল্টাও হয় তবে কেমন হত বলুনতো। সকালে উঠেই একটা স্ট্যাটাস দিলাম "আজ ঘুম ভাল হয়নি, তারপরও সবাইকে জানাই গুড মোর্নিং!" আর সাথে সাথে কমেন্ট, শেয়ার আর লাইকের বন্যায় ভেসে গেল। সন্ধ্যায় আবার স্ট্যাটাস দিলাম "ও বন্ধু তুমি শুনতে কি পাও!" সাথে সাথে আবার ১০০-১৫০ শেয়ার + ৩০০ থেকে ৪০০ শুনতে পেয়েছে বলে তাৎক্ষনিক মন্তব্য করে জানিয়ে দিল! এমনকি আপনি আপনার প্রোফাইল পিকচার পরিবর্তন করলেন সাথে সাথে (আপনার বিপরিত Gender-এর) কিছু মানুষ শত শত লাইক, শেয়ার এবং মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিলেন "তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে থেকে..."।
সাই
হুম্মম ভাবছেন এমন একটা প্রোফাইল বানাতে, করতে হবে অনেক পরিশ্রম? ব্যায় হবে বিশাল সময়? হতে হবে বিশ্ব সুন্দরি? হতে হবে ফোটো জনিক? নাহ এত আর কস্ট করতে হবে না। "সোশ্যাল অ্যাক্টিভিটি ইনক্রেজার" নামক একটি সার্ভিস বাংলাদেশে শুরু হতে যাচ্ছে। তাদের মুল কাজ থাকবেই আপনার সোশ্যাল অ্যাডভাইজার কিংবা সোশ্যাল অ্যাক্টিভিটি বারানো। গতকাল রাতে ধান্মন্ডির একটি কমিনিটী সেন্টারে একটা অনুষ্ঠানের আয়োজন করে, দাওয়াত পেয়ে যেতে ভুল হইনি। ঠিক সময়ের পুর্বেই পৌঁছাই। কিন্তু তাদের এমন ব্যবসায়িক পরিকল্পনার কথা শুনে আমি অবাক! "সোশ্যাল অ্যাক্টিভিটি ইনক্রেজার" কার্জকর্ম নিয়ে শুনতে শুনতেই মাগরিবের আজান তারপর ইফতার করে সজা বাসায়।
http://freefacebookcovers.org/wp-content/uploads/2011/11/fb_profile_cover_1317410583f25.jpg
আজব শুধু ফেসবুক কিংবা অনলাইনে নয় বাস্তবে সশরীরে ৫-১০ জন এসে যদি আপনার কাছে অতোগ্রাফ চায় অথবা আপনার সাথে ছবি তুলার জন্য পাগল হয়ে যায় তবে কেমন হবে? সত্যিই অদ্ভুত তাই না? হুম্ম ঠিক এমনি নাকি তাদের সার্ভিস! খুব অবাক হচ্ছি এবং আপনিও হচ্ছেন।
তবে বাসায় ফিরে এখন ভাবছি নাহ আরেকটু শুনে আসা উচিৎ ছিল। কত টাকা লাগবে? বা কিসের মাধ্যমে তারা এই কাজ করে দিবে ইত্যাদি। ভুল হয়ে গেছে। তবে আইডিয়াটা কিন্তু মজার তাই না? যাদের আরও জানার আগ্রহ আছে তাদের জন্য "সোশ্যাল অ্যাক্টিভিটি ইনক্রেজার" অফিসের একটা নাম্বার দিয়ে দিলাম ০১৯ ১১৭৭-২ ৩৯৮, ০১৬১১-৭৭২ ৩৯৮ অথবা অনেকেরই হয়ত বা আমার কথা নাও বিশ্বাস হতে পারে তারা ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন তাহলে বিশ্বাস হয়ে যাবে।
http://tagcovers.com/wp-content/uploads/Life-Is-Like-Facebook-Fb-Cover.png
জানি লিখাটা কেমন যেন ক্ষাপ ছাড়া, ক্ষাপ ছাড়া লাগছে আপনার কাছে তাই না? এর পিছেও একটা কারন রয়েছে তা কি জানেন, ঐ আমার তো আর ওনাদের মত ফেসবুকে ১০০০+ ফোলোয়ার নেই তাই। তাছারা এমন হবারও কোন সম্ভবনা নেই যে লিখা পাবলিস্ট হবার সাথে সাথে ১০০ থেকে ১৫০ মন্তব্য হবে। বেশির ভাগই বলবে "পড়ে উপক্রিত হলাম", "অসাধারন লিখা", "এ লেখা আপনি লিখলেন কি করে" অথবা "এ লিখা লিখে আপনি পৃথিবীকে নতুন করে আলোর পথ দেখালেন..." ইত্যাদি, ইত্যাদি। যাক পরবর্তি লেখা দেওয়ার পুর্বে অবশ্যই "সোশ্যাল অ্যাক্টিভিটি ইনক্রেজার"-দের সাথে যোগাযোগ করেই আসব! তখন দেখব আপনি কিভাবে বলেন লিখাটা যুৎ-এর না! ধন্যবাদ লিখাটা পড়ার জন্য।
আমার ফেসবুক প্রোফাইলঃ http://www.facebook.com/mehedidamenafa (আমার ফেসবুক প্রোফাইল দিলাম কারন আমারও ফেমাস হতে মনে চায়! :mrgreen: )
AjkerDeal.com | Surprise. Everyday

No comments:

Post a Comment