Ads by Techtunes - tAds
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আবার আজকে হাজির হলাম আপনাদের সামনে একটি টিউন নিয়ে , আশা করি এটি আপনাদের অনেক ভালো লাগবে 
ফেসবুক চিনেনা বা ব্যবহার করেনা এমন কেউ কে আজকের জীবনে পাওয়া অনেক কঠিন হবে । তবে ফেসবুক ব্যবহারকারীর সাথে সাথে বেড়ে চলে ফেসবুক হ্যাক ।

আপনার প্রিয় ফেসবুক একাউন্টটি যদি কেউ হ্যাক করে তাহলে আপনার কেমন লাগবে ? নিশ্চয়ই খুব খারাপ । আমি জানি কারন আমার একটা একাউন্ট একবার হ্যাক হয়ে গিয়েছিল এবং ইমেইল ও পাসওয়ার্ড ও চেঞ্জ করে নেয়া হয়েছিল ।
আমার কথা না হয় বাদ দেই কিন্তু আপনি নিশ্চয়ই ফেসবুক হ্যাক করার স্বপ্ন দেখেন ? এজন্য গুগলে সার্চ ও করেন এবং কিছু উপায় ও দেখেন । এর সাথে অবশ্যই বিভিন্ন ফেসবুক হ্যাকিং এর বিভিন্ন সাইট আর সফটওয়্যার ও দেখেন ? আপনি দেখবেন না ই বা কেন আমি ও দেখি... আপনি যদি "Facebook Hack" লিখে সার্চ করেন । গুগল সবার উপরে কিছু সফটওয়্যার এর ছবি দিবে এবং কিছু ইউটিউব ভিডিও দিবে তাতে লেখা থাকতে পারেঃ
1.Hack Facebook In Just 60 Sevond.
2.Facebook Hacker 2013.
3.Hack facebook in 2 minutes (NO SURVEY)
আমাদের অনেকের ই লোভ হয় তাই আমরা ওই সাইটে যাই এবং সফটওয়্যার ডাউনলোড করি
কিন্তু কাজের কাজ কিছু হয়না কারণ সার্ভি চাই সার্ভি দিতে পারিনা

সাধারনত এসব সফটওয়্যার ওপেন করলে নিচের মতো শর্ত দেখায়ঃ
১.আপনার ইমেইল দিন
২.আপনার পাসওয়ার্ড দিন
৩.ভিকটিমের ইমেইল দিন
ব্যাস !!!!!! হ্যাক হয়ে গেল !!!!!!!!!!!




আপনার মনে হয় ফেসবুক কি এতই বোকা ??????????????না !! আপনিই আসল বোকা





হাহাহাহা !!!!!!!!!!!!



কেউ যদি এসবের সাথে জড়িত না হন তাহলে একবার এই ভিডিও টি দেখে আসতে পারেনঃ
http://www.youtube.com/watch?v=95OiTa3M09U
কী দেখেছেন তো ?? হেহে


তাহলে কী ফেসবুক হ্যাকিং এর কোনো উপায় নেই ??
অবশ্যই আছে !! তবে কোনো সাইট বা সফটওয়্যার ব্যবহার করে না
নিম্নের উপায়েঃ
১.ফিশিং মেথড ।
২.সফটওয়্যার কি লগার ।
৩.হার্ডওয়্যার কি লগার ।
৪.ফায়ারশিপ ব্যবহার করে।
৫.কুকি চুরি করে।
৬.সোসিয়াল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ।
৭.ই-মেইল অ্যাকউন্ট হ্যাক করে। (ডিকশনারি বা ব্রুটফোর্স অ্যাটাক করে )
12 টি টিউমেন্ট on “ফেসবুক হ্যাকিং সম্পর্কে কিছু কথা যা প্রত্যেকের জানা জরুরি”
logged in to post a comment.
Black Dragon
আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, কিভাবে Survey Remove করতে হয় একটু জানাবেন??
Survey Remover Tool কাজ করে না…
টিউনওয়ালা
ধন্যবাদ মন্তব্যের জন্য+++++++++++
Black Dragon
Black Dragon
Black Dragon
টিউনওয়ালা
nafisreza@asia.com
Black Dragon
টিউনওয়ালা
সমস্যা হলে এই মেইলে দেনঃ nafisreza2002@gmail.com
Kh ফয়সাল
টিউনওয়ালা
Abir Mahfuz
টিউনওয়ালা