Friday, July 19, 2013

Password ছাড়াই নোকিয়া Security Code রিসেট করুন

Ads by Techtunes - tAds
Akhoni.com - Place for The Best Deals
আস্-সালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আমরা বেশির ভাগ মানুষই নোকিয়া ফোন ব্যবহার করি। অনেক সময় আমরা নোকিয়া ফোনে Security Code ব্যবহার করি নিরপত্তার জন্য। কিন্তু কিছুদিন পরেই আমরা সেই Security Code টি ভূলে যাই।

গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনারা সেই ভূলে যাওয়া Security Code দেখতে পারবেন। এই ট্রিকস্ টি একশত ভাগ কার্যকর ছিল কিন্তু অনেকেই হয়তো অজানা কারণে সেভাবে করতে গিয়ে সফল হননি। যাই হোক, নিরাশ হওয়ার কোন কারন নেই। আমি আজ আপনাদেরকে দেখাব কিভাবে আপনি আপনার ফোনেকে Security Code না জেনেও পিসির মাধ্যমে Usb cable দিয়ে রিসেট করবেন।
আপনার যা যা প্রয়োজন হবে:
• Nokia PC Suite/Ovi Suite
• NSS pro (নোকিয়া সর্ভিস Software)
• USB data cable
NSS pro সফটওয়্যার টি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
ডাউনলোড: NSS pro
নোকিয়া security code রিসেট করার ধাপসমূহ:
1. লেটেস্ট ভার্সন Nokia PC Suite/Ovi Suite আপনার পিসিতে ইনস্টল করে নিন।
2. তারপর, USB data cable দিয়ে কম্পিউটারের সাথে আপনার মোবাইল কানেক্ট করে নিন, এবং কানেক্ট করার সময় আপনার মোবাইল থেকে PC Suite অথবা Ovi mode নির্বাচন করুন।
3. ডাউনলোড করা NSS pro. সফটওয়্যার টি ওপেন করুন।
4. এবার Read Info তে ক্লিক করুন। বামপাশে আপনার ফোনের ডিটাইলস্ দেখতে পাবেন।
5. এখন কাজ হচ্ছে ফোনকে test mode করা, ফোনকে test mode করতে নিচের ডান পাশ থেকে Basic actions এর নিচের বক্স থেকে Test Mode নির্বাচন করুন এবং তার পাশের right arrow বাটনে (>) ক্লিক করুন। আপনার ফোনটি রিস্টাট হয়ে Test Mode এ চলে যাবে।
6. উপরের Factory Settings এর নিচের বক্স থেকে Full Factory নির্বাচন করুন এবং Reset এ ক্লিক করুন।
7. ব্যাস! আপনার কাজ শেষ।

কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমেৃ জানাতে ভুলবেন না যেন। কমেন্টে অবশ্যই আপনার সমস্যাটির সম্পর্কে বিস্তারিত জানাবেন। বুঝতে পারলে ইন-শা-আল্লাহ্ সমাধান দিব।
আপনি নিচের ফেসবুকের নতুন পেজটিতে Like দিয়ে এমন অনেক গুরত্বপূর্ণ তথ্য আপনার ফেসবুকে পেতে পারেন। পেজটিকে শেয়ার করার জন্য সবার প্রতি অনুরোধ রইল।
ITsolution page
সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

AjkerDeal.com | Surprise. Everyday

12 টি টিউমেন্ট on “Password ছাড়াই নোকিয়া Security Code রিসেট করুন”

  1. amar nokia n73 lock hoye ache..open korte parchi na.. PLZ HELP HELP HELP
  2. ভাই এটি এর আগেও একবার টেকটিউনস এ প্রকাশ করা হয়েছ।
    • @Saimor: জানি না ভাই। তবে যারা নতুন তাদের জন্য মনে হয় উপকার হয়েছে.. কি বলেন। আপনাকে ধন্যবাদ তথ্যটি দেয়ার জন্য।
  3. amar nokia n73 lock hoye ache..open korte parchi na..Security Code Chay…. PLZ HELP HELP HELP
    • @shameem0707: আপনি আমার ফেসবুক পেজে সংযুক্ত থাকুন। সেখানে কিভাবে আপনি এর সমাধান করতে পারবেন সে বিষয়ে পোষ্ট করা হবে। এছাড়া ফ্লাস এর উপরে আমার পরবর্তী পোষ্টের জন্য অপেক্ষা করতে পারেন।
  4. nokia pc suite-ar kon version gp & airtel di-a net pc-te net use jabe?& dawaonlod link….
  5. vai,sob e to thik moto korlam but security code reset holo na. Amar nokia 5233 akhon ki korbo.ant soft o kaj hoi na.
  6. vai,sob e to thik moto korlam but security code reset holo na. Amar nokia 5233 akhon ki korbo.ant soft o kaj hoi na. Jodi kono upai thake tahole janaben amar mail id: kawsarhamid.btm@gmail.com
    • @painkhan: কিভাবে কানেক্ট করছেন, কোন ধরনের সমস্যা ফেস করছেন এগুলো সম্পর্কে বিস্তারিত বলেন। আমি অবশ্যই সে বিষয়ে আপনাকে সাহায্যে করব। এছাড়া আপনি ফ্লাস দিয়ে সমস্যাটির সমধান করতে পারবেন। কিভাবে ফ্লাস দিবেন সে বিষয়ে আমি শিঘ্রই একটি পোষ্ট করব।
  7. আপনার দেয়া software ( NSS ) দিয়ে ফ্ল্যাশ দিলে কি ” Certificate not in Phone or SIM ” এই সমস্যার সমাধান হবে ? JAF দিয়ে করে এই problem দূর করতে পারছি না ।। Oxycube দিয়ে certificate আপলোড করলেও এ সমস্যা থেকে যাচ্ছে …… কি করা যায় ????
  8. Please vai ektu tara tari flash bisoy e post koren..
    ekhon apnar post er upor amar mobile er bacha mora nirvor kore..
    NICE POST
You must be logged in to post a comment.

No comments:

Post a Comment