Friday, July 19, 2013

পোর্টেবল সফটওয়্যার কালেকশন (পর্ব-১):::ফটোশপ ছাড়াই আপনার ছবিতে যাদুর ছোঁয়া দিন, একদম Professional-দের মতো!!!

Ads by Techtunes - tAds
AjkerDeal.com | Surprise. Everyday
আসসালামু-আলাইকুম,
সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? আপনাদের সুস্থতা কামনা করে আজকের টিউন শুরু করছি।
আজ থেকে আমার কালেকশনে থাকা বেশ কিছু Portable Software ধাপে ধাপে শেয়ার করব।
সংক্ষেপে জেনে নিই Portable Software কী?
Portable Software হল সহজ কথায়, যে সফটওয়্যার Install করা লাগে না। শুধু ডাবল ক্লিক করেই Open করা যায় এবং সম্পূর্ণ স্বাদ নেওয়া যায়।
এর Benefit হলঃ
১. আপনাকে Install করা লাগবে না, এতে PC'র ওপর চাপ কম পড়বে।
২. সাইবার ক্যাফে জাতীয় জায়গায় আপনি Pendrive-এ নিয়ে যেয়ে ব্যবহার করতে পারবেন ইত্যাদি।
তো চলুন মূল টিউন শুরু করা যাক!
আজকের পর্বে থাকছে...

Xn_Retro


এই সফটের সাহায্যে আপনি আপনার Photo-তে অনেক রকম Effect দিতে পারবেন । Screenshot-এর নিচের দিকে দেখুন "Retro" , "Light" , "Vignette" , "Frame" লেখা আছে। এতে আপনি ক্লিক করে ইচ্ছামত Effect দিন ।
আর সফটের ডানপাশে দেখুন আপনি বিভিন্ন কিছু Control করতে পারবেন । তো আর দেরি কেন ?
ডাউনলোড করুন _18 mb
SolidFiles
বিদায়... দেখা হবে ২য় পর্বে।
Akhoni.com - Place for The Best Deals

3 টি টিউমেন্ট on “পোর্টেবল সফটওয়্যার কালেকশন (পর্ব-১):::ফটোশপ ছাড়াই আপনার ছবিতে যাদুর ছোঁয়া দিন, একদম Professional-দের মতো!!!

  1. continue karen…..
    tnkzzzz,,,,,,
You must be logged in to post a comment.

No comments:

Post a Comment