Sunday, July 21, 2013

সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে আবেদন করার নিয়মাবলী

Ads by Techtunes - tAds
The Largest Eshop in Bangladesh - BD Online Store or Shop

প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ এ অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলীঃ

বিজ্ঞপ্তি:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৩) এর আওতায় প্রাক-

প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট “সহকারী শিক্ষক” পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের
নিকট থেকে (পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত) নিম্নে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আবেদন ফর্ম:

Add caption
dpe.teletalk.com.bd তে প্রবেশ করে Application Form রেডিও বাটনে ক্লিক করতে হবে। নিচে দেখানো ছবির মতো ।
এবার Assistant Teacher সিলেক্ট করে Next বাটনে ক্লিক করার পর আবেদন ফরম পাওয়া যাবে।

আবেদন ফরমে লাল তারকা চিহ্নিত অংশগুলো প্রার্থীকে অবশ্যই পূরণ করতে হবে।
সঠিকভাবে ফরম পূরণ শেষ হলে The above information is correct and I would like to go to the
next step এর চেক বক্সে ক্লিক করে Next Button -এ ক্লিক করতে হবে।
এরপর Next Button ক্লিক করলে প্রার্থীর এন্ট্রিকৃত তথ্যসমূহের Preview দেখানো হবে। তথ্য ভূল থাকলে Click here
to edit the Application!! এ ক্লিক করে পূণরায় সংশোধন করা যাবে।


ছবি সংযোজন:

DPE Online Application সফলভাবে পূরণ সম্পন্ন হলে Application Preview দেখা যবে।
Preview নির্ধারিত স্থানে প্রার্থীকে ৩০০X৩০০ prixel এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ ১০০ কিলোবাইট এর ছবি জেপিজি ফরমেট এ স্ক্যান করা ছবি আপলোড করতে হবে ।
স্বাক্ষর সংযোজন:

Preview নির্ধারিত স্থানে প্রার্থীকে ৩০০X৮০ prixel এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ ৬০ কিলোবাইট এর স্বাক্ষর জেপিজি ফরমেট এ স্ক্যান করে আপলোড করতে হবে । স্বাক্ষর উলিখিত মাপের না হলে আবেদনপত্র বাতিল হবে।সফলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবে। উক্ত Applicant’s Copy প্রার্থীকে প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করতে হবে।


এসএমএস এর মাধ্যমে ফি প্রদান:

Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে SMS করে ‘সহকারী শিক্ষক’ পদের পরীক্ষার ফি বাবদ ১৫০/ টাকা জমা দিবেন। তবে মোবাইল অপারেটর এর ভ্যাট এবং এসএমএস বাবদ আপনার একাউন্ট এ নুন্যতম ১৭৫ টাকা থাকা লাগবে। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল হতে SMS পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। অনলাইন হতে
প্রাপ্ত User ID দিয়ে SMS করার পর প্রার্থীর তথ্য যাচাই সাপেক্ষে সঠিক পাওয়া গেলে Reply হিসেবে ফি প্রদান
সংক্রান্ত তথ্য জানানো হবে।
প্রথম SMS:
DPER User ID লিখে Send করুন 16222 নম্বরে
Example: DPER PQABCR
Reply: Applicant’s Name, Tk 167 will be charged as application fee. Your PIN is ( 8
digit number) 12345678. To pay fee, type: DPER Yes PIN
and sent to 16222
দ্বিতীয় SMS:
DPER Yes PIN লিখে Send করুন 16222 নম্বরে
Example: DPER YES 12345678
Reply: Congrats ! Applicant’s Name, payment completed successfully for DPE Asst
Teacher recruitment examination. User ID is (xxxxxxxx) and Password (xxxxxx).
If you lost password, please type DPER HELP SSC Board SSC
RollSSC Year and Send to 16222.


প্রবেশ পত্র সংগ্রহ:

লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হলে বৈধ প্রার্থী তার প্রদেয় মোবাইল নম্বরে একটি SMS পাবেন যাতে
প্রবেশপত্র পাওয়ার জন্য User ID & Password থাকবে। User ID & Password ব্যবহার করে dpe.teletalk.com.bd হতে প্রার্থী Admit Card সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নামসহ প্রবেশপত্র প্রিন্ট হবে।

AjkerDeal.com | Surprise. Everyday

12 টি টিউমেন্ট on “সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে আবেদন করার নিয়মাবলী”

  1. One should Keep at least 175 tk in his teletalk Prepaid Mobile to pay Fees for Primary
  2. কাজের টিউন (ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য)
  3. উপকারী পোষ্ট। অনেক ধন্যবাদ।
  4. ধন্যবাদ অনেক কাজে আসবে
    • @মুকুল:আশেপাশের অনেকেই দরখাস্ত করে । বিশেষ করে মেয়েরা । ওদের জন্য এটা দেওয়া । টেকি ভাইএরা যেন সাহায্যের জন্য আগায়ে আসতে পারে ।
  5. Bro,post ta pore onek vhalo laglo, but picture resize korbo ki vabe photo shope a to only inchi ar
    map dia,
    • @skrezwan: আপনি যে কোন ফটো এডিটিং সফ্টওয়্যার এই এটা করতে পারবেন সহজেই । সবচাইতে পারফেক্ট হয় ফটোশপে করলে । ফটোশপে ক্রপ টুল এ ক্লিক করলে আপনি উপরেই দেখতে পাবেন আপনার সাইজ এর জন্য দুইটা ঘর । এখানে ছবির জন্য 300px/300px এবং স্বাক্ষর এর জন্য 300px/80px ।
      আমার এই বিষয়ে একটা পোষ্ট আছে দেখতে পারেন । এখানে আমি ফটো রিসাইজ এর সহজ কিছু পদ্ধতি আলোচনা করেছি । আশা করি ভালো লাগবে ।
      http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/205796
  6. স্বাক্ষর সংযোজনে কি wide=300 এবং hight=80 হবে। যদি একটু জানাতেন। টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ।
You must be logged in to post a comment.

No comments:

Post a Comment