Tuesday, July 16, 2013

এবার বাজারে আসছে প্রোটোটাইপ ডিসপ্লের টেলিভিশন

আরামে টেলিভিশন দেখতে কতকিছুই না করতে হয়। অনেক সময় এদিক ওদিক ঘুরিয়ে দেখতে হয়। এবার এমন কিছু কসরত নিয়ে বাজারে আসছে চমক লাগানো নান্দনিক টেলিভিশন ।এই টেলিভিশন ঘুচাবে টিভি দেখার নানান যন্ত্রণা । উঠে গিয়ে টেলিভিশনটিকে ঘুরিয়ে দেওয়া নয়; বরং রিমোট কন্ট্রোল চেপে টেলিভিশনটির দিক পরিবর্তন, বাঁকা বা সোজা করা কিংবা চাইলে ভাঁজ করেও রাখতে পারবেন টেলিভিশনটিকে। এমনকি টেলিভিশন দেখার পর জানালার পর্দার মতো তা ভাঁজ করে গুটিয়েও রাখা যাবে।
সম্প্রতি সহজেই ভাঁজ করে রাখা যায় এমন নমনীয় টেলিভিশন দেখিয়েছে জাপানের টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠান শিনোডা প্লাজমা কর্পোরেশন। কানাডার ভ্যাংকুভারে সম্প্রতি অনুষ্ঠিত ডিসপ্লে উইক ২০১৩ সম্মেলনে ‘প্লাজমা স্ক্রিন’ নামে পরিচিত নমনীয় এ টেলিভিশন ডিসপ্লে প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি। সম্মেলনে এ ডিসপ্লেটি সেরা প্রোটোটাইপ ডিসপ্লের পুরস্কার জিতেছিল। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, শিনোডা কর্তৃপক্ষ তাদের তৈরি প্লাজমা স্ক্রিনটির নাম দিয়েছেন ‘লুমিনাস অ্যারে ফিল্ম’ বা ‘লাফি’।
প্রচলিত টেলিভিশনে ডিসপ্লে হিসেবে সমতল কাচ ব্যবহূত হলেও লাফি ডিসপ্লে তৈরিতে হাজারো ক্ষুদ্র কাচের টিউব ব্যবহার করা হয়েছে। প্যানেলটি ভাঁজ করে সিলিন্ডারের মধ্যে রাখা যায়। বিভিন্ন আকারের নমনীয় ডিসপ্লে তৈরিতে কাজ করছে শিনোডা। তবে এ টেলিভিশনের দাম বা কবে নাগাদ বাজারে আসবে সে প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি জাপানের প্রতিষ্ঠানটি।
নমনীয় টেলিভিশন তৈরি করছে স্যামসাং
শিনোডা ছাড়াও দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং সম্প্রতি নমনীয় টেলিভিশন প্রযুক্তির পেটেন্ট আবেদন করেছে। স্যামসাংয়ের তৈরি নমনীয় টেলিভিশন রিমোট কন্ট্রোলারের সাহায্যে দূর থেকেই টিভি চ্যানেল পরিবর্তনের মতো নমনীয় অ্যামোলেড প্রযুক্তির টিভির আকার-আকৃতি পরিবর্তন করা যাবে এবং টেলিভিশনের দৃশ্যগুলোর আকারেও পরিবর্তন আনা সম্ভব হবে।রিমোট কন্ট্রোলার ও টেলিভিশনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহূত হবে ব্লুটুথ বা ইনফ্রারেড প্রযুক্তি।

No comments:

Post a Comment