সাম্প্রতিক নোকিয়া ৪১ মেগা পিক্সেল এর
ক্যামেরা সম্বলিত মোবাইল বাজারে ছেড়েছে । এটি নোকিয়া লুমিয়া ফোনের নতুন
সংষ্করণ । ১০২০ মডেল এর এ সেটটিতে শক্তিশালী ক্যামেরা থাকলেও নতুন এ ফোনটি
দেখতে অনেকটা ফ্যাশনেবল এবং লুমিয়া ৯০ এর মত বেশ পাতলা ।

এ সেটটিতে নোকিয়া লুমিয়া ৯২০ এর মতোই ৪.৫ ইঞ্চি স্ক্রীন, ১২৮০ বাই ৭৬০ রেজুলেশন, ৩ গিগাবাইট র্যাম এবং ১টি ডুয়ালকোর কোয়লকম এস৪ চিপসেট রয়েছে ।

নতুন মডেল এর এ লুমিয়া সেটটি জুম করে ছবি তোলার ক্ষেত্রে খুবই কার্যকরী । এর জুম ফাংশনটি বেশ শক্তিশালী ।

প্রাকৃতিক আলো বা ফ্ল্যাশ ব্যবহার করে ডিজিটাল জুমের সাহায্যে ১০ ফুট দূরের ছোট বস্তুর ছবিও অত্যন্ত নিখুত ভাবে তোলা যাবে । দূরের প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলতেও এ ক্যামেরার জুড়ি নেই ।
এ সেটটিতে নোকিয়া লুমিয়া ৯২০ এর মতোই ৪.৫ ইঞ্চি স্ক্রীন, ১২৮০ বাই ৭৬০ রেজুলেশন, ৩ গিগাবাইট র্যাম এবং ১টি ডুয়ালকোর কোয়লকম এস৪ চিপসেট রয়েছে ।
নতুন মডেল এর এ লুমিয়া সেটটি জুম করে ছবি তোলার ক্ষেত্রে খুবই কার্যকরী । এর জুম ফাংশনটি বেশ শক্তিশালী ।
প্রাকৃতিক আলো বা ফ্ল্যাশ ব্যবহার করে ডিজিটাল জুমের সাহায্যে ১০ ফুট দূরের ছোট বস্তুর ছবিও অত্যন্ত নিখুত ভাবে তোলা যাবে । দূরের প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলতেও এ ক্যামেরার জুড়ি নেই ।
No comments:
Post a Comment